ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করল গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি

গবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করল গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি

ছবিঃ আমার ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস)-এর নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিপিএসের সভাপতি আব্দুল্লাহ আল রানিম। উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আমিনুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা মো. তৌহিদুল ইসলামসহ সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা।

সভাপতি আব্দুল্লাহ আল রানিম বলেন, “ছয় বছরের কার্যক্রম আমরা ডকুমেন্ট আকারে সংরক্ষণ করার চেষ্টা করেছি। একজন ব্যবহারকারী আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে সংগঠনের কাজ ও যাত্রাপথ সম্পর্কে সহজেই জানতে পারবেন। শুধু ছবি নয়, আমরা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখি।”

উপদেষ্টা মো. তৌহিদুল ইসলাম বলেন, “এই ওয়েবসাইট তৈরির পেছনে অনেকের পরিশ্রম রয়েছে। রানিমের নেতৃত্বে সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করায় আজ এটি সফলভাবে উদ্বোধন সম্ভব হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি শুধু আলোকচিত্র নয়, সমাজসেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা রাখছে। তাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমি তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”

আমার ক্যাম্পাস/সানজিদা খানম ঊর্মি

Link copied!