ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক প্রোফাইল লাল করে ৭ কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

বাঙলা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

ফেসবুক প্রোফাইল লাল করে ৭ কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

ছবিঃ আমার ক্যাম্পাস

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ধরনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়” ঘোষণার দাবিতে তারা ফেসবুক প্রোফাইল ছবি লাল করে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন। এই কর্মসূচি দ্রুতই ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা অনিয়ম, প্রশাসনিক জটিলতা ও ফলপ্রকাশে বিলম্বে ভুগছেন। এসব সমস্যা নিরসন ও স্বাধীন বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে তারা কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন।

সম্প্রতি তারা নতুন স্লোগান দিয়েছেন—“বিপ্লবের রং লাল, প্রহসনের রং কালো”। তাদের দাবি, প্রতীকী এ প্রতিবাদের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং প্রশাসনের কাছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।



ফেসবুক, এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামে ‘#7CollegeMovement’, ‘#RedProfileForJustice’ এবং ‘#DhakaCentralUniversity’ হ্যাশট্যাগ ব্যবহার করে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ অবস্থান জানাচ্ছেন। অনেকেই নিজেদের টাইমলাইনে লিখেছেন, “বিপ্লবের রং লাল,  প্রহসনের রং কালো” — যা আন্দোলনের প্রতীকী অর্থকে আরও জোরদার করেছে।

এর আগে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করলেও, দাবি আদায় না হওয়ায় সামাজিক মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন।



অন্যদিকে, সরকারি কলেজের শিক্ষক সমিতি এক বিবৃতিতে জানায়, শিক্ষার্থীদের দাবির বিষয়ে তারা সংলাপ ও আলোচনার পক্ষে। তবে তারা সহিংসতা বা অবরোধের মতো পন্থার বিরোধিতা করেছেন।


এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “অধ্যাদেশের খসড়া প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”


বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ছাত্ররাজনীতিতে “ডিজিটাল প্রতিবাদ” বা “সোশ্যাল মিডিয়া মুভমেন্ট” নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। ফেসবুক প্রোফাইল লাল করা হয়তো ছোট উদ্যোগ মনে হতে পারে, কিন্তু এটি তরুণ প্রজন্মের ঐক্য ও অসন্তোষের এক শক্তিশালী বার্তা বহন করছে।

সাত কলেজ শিক্ষার্থীদের এই লাল প্রোফাইল কর্মসূচি এখন অনলাইন ও অফলাইন আন্দোলনের এক সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!