ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আন্দোলন স্থগিত করল সাত কলেজের শিক্ষার্থীরা

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫

আন্দোলন স্থগিত করল সাত কলেজের শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থী প্রতিনিধি দল।

বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর অধীনে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশ প্রণয়নের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। শিক্ষা উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, বাকি কাজ দ্রুত শেষ করে শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।

আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানান, “আমরা অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলাম। উপদেষ্টা আমাদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। তার প্রতি আস্থা রেখেই আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

তারা আরও বলেন, “আগামী দিনে শিক্ষার্থীদের সঙ্গে বসে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজনে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব।”

এর আগে বিকেলে সাত সরকারি কলেজের ২৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। শিক্ষার্থীরা সেখানে অধ্যাদেশের দ্রুত চূড়ান্তকরণ ও বাস্তবায়নের দাবিতে তাদের অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে সাত কলেজ শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে লং মার্চ ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আপাতত সেই আন্দোলন স্থগিত করা হলো।

আমার ক্যাম্পাস

Link copied!