মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপথগামী সেনা কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
আজ এক বিবৃতিতে জাকসুর পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেশ কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি। এই বিলম্ব বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে বলে মনে করছে সংগঠনটি।
প্রতিবেদনে আরও বলা হয়, ডিজিএফআই, র্যাবসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবতাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একধরনের মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুনসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।
জাকসু মনে করে, এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঠিক বিচার না হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আবারও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ঝুঁকি তৈরি হবে এবং ন্যায়বিচারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।
বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) দ্রুত মানবাধিকার লঙ্ঘনকারী সকল ফৌজদারি অপরাধীর গ্রেফতার ও বিচার নিশ্চিতের আহ্বান জানায়। পাশাপাশি, সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে এসব অপরাধে সহযোগী ব্যক্তিদের অপসারণের দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন :