জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার বিভিন্ন খাবার দোকানে অভিযান চালিয়ে সাতটি দোকানকে জরিমানা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে জাকসুর স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক এবং ১০ নম্বর ছাত্র হলের ওয়ার্ডেন অধ্যাপক মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম আদায় এবং ভুল তথ্য প্রদানের অভিযোগে দোকানমালিকদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়। এর মধ্যে নিচু বটতলার সুজন হোটেলকে অপরিচ্ছন্নতার দায়ে ৫ হাজার টাকা, আল মদিনা হোটেলকে ফ্রিজে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে ২ হাজার টাকা, শান্ত হোটেলকে পচা সবজি রান্না ও অপরিচ্ছন্নতার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কুটুমবাড়ি ও তান্দুরি মটকা চা স্টলকে অতিরিক্ত দাম রাখায় ১ হাজার ৫০০ টাকা, আনোয়ার স্টোরকে শরবতের অতিরিক্ত দাম ও ভুল তথ্য দেওয়ার কারণে ৩ হাজার টাকা এবং আরমান স্টোরকে ভুল তথ্য প্রদান ও অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাকসুর স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, “বটতলার খাবারের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতেই আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। রান্নাঘরের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত দাম এবং ভুল তথ্য দেওয়াসহ নানা অসংগতি পাওয়ায় সংশ্লিষ্টদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন নির্ধারিত দামের বেশি মূল্য না দেয় এবং কোনো দোকানে অতিরিক্ত দাম নেওয়া হলে সঙ্গে সঙ্গে জাকসুকে জানায়—এ অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক মো. তানভির ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি, ১০ নম্বর ছাত্র হল সংসদের সহসভাপতি আসিফ মিয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :