ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা জামায়াত-শিবির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের বনরূপার আল আমিন মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের ভেদভেদী এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ফরহাদকে মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী, সঞ্চালনা করেন ছাত্রশিবিরের জেলা সভাপতি রবিউল ইসলাম।
অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।
সংবর্ধিত অতিথি ফরহাদ বলেন,
“আমার উঠে আসার পথটা সহজ ছিল না। লংগদুর প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষক পাওয়া কঠিন, সেখানেই পড়াশোনা করেছি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা করা খুব চ্যালেঞ্জিং কাজ—তবু সেই শিক্ষার ভিত্তিই আমাকে এখানে এনেছে।”
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল বিপুল জয় পায়, ২৮টি পদের মধ্যে ২৩টিতেই তারা জয়ী হয়।
জিএস নির্বাচিত এস এম ফরহাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি।

আপনার মতামত লিখুন :