ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

“৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না?” — আবরার ফাইয়াজের প্রশ্ন

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

“৬ বছর কি ভাই হত্যার বিচার পাওয়ার জন্য যথেষ্ট না?” — আবরার ফাইয়াজের প্রশ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ছয় বছর পূর্ণ হলেও এখনো শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ। সোমবার (৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের কাছে।

ফাইয়াজ লিখেছেন, “৭ই অক্টোবর, ২০২৫—৬ বছর হয়ে গেল ভাইয়ার শহীদ হওয়ার। ৩ বছর পর এবার আম্মু পাশে আছে। গত ক’দিন ধরে ভাইয়ার পুরোনো ছবি দেখছে, শেয়ার করছে, আবার কাঁদছে। আমি বুঝি না—এত কষ্ট পায়, তবুও কেন দেখে!”

তিনি আরও লেখেন, “৬ বছরে অনেক কিছু বলেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু যার জন্য এত কিছু, সেই বিচার আজও সম্পন্ন হয়নি। ৬ বছর কি যথেষ্ট না? Justice delayed, justice denied.”

পোস্টে ফাইয়াজ অভিযোগ করেন, মামলাটির বিচারপ্রক্রিয়া রাজনৈতিক প্রভাবের মুখে পড়েছে। তিনি লিখেছেন, “৬ মাস আগে হাইকোর্টের রায় হলেও আপিল বিভাগে শুনানি এখনো শুরু হয়নি। এই সরকার হয়তো আরও ৪০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—তাদের কাছে আমার অনুরোধ, এই সময়ের মধ্যেই বিচার সম্পন্ন করুন।”

শেষে তিনি সবার প্রতি আহ্বান জানান, “পুরো দেশের মানুষ দীর্ঘদিন ধরে এই বিচারের অপেক্ষায় আছে। দয়া করে আজ ভাইয়ার জন্য দোয়া করবেন।”

আমার ক্যাম্পাস

Link copied!