মাদ্রাসার এমপিও, পদোন্নতি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রকার অর্থ লেনদেন বা তদবির না করার জন্য সতর্ক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন এমপিও সংক্রান্ত সব কার্যক্রম বর্তমানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এমপিওভুক্তকরণ, সংশোধন, পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তগুলো বিদ্যমান সরকারি বিধি-বিধান অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব কার্যক্রমে কোনো ধরনের অবৈধ তদবির, ঘুষ বা অর্থ লেনদেনের সুযোগ নেই। কেউ যদি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
অধিদপ্তর জানায়, কিছু অসাধু ব্যক্তি নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে এমপিও বা পদোন্নতির নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এজন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়— মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কর্মকর্তা, কর্মচারী বা বাইরের তৃতীয় পক্ষের সঙ্গে অর্থ লেনদেন করলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পূর্ণ নিজ দায়িত্বে প্রতারিত হবেন। তাই সরকারি বিধি অনুসারে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষক, অধ্যক্ষ ও মাদ্রাসা প্রশাসনকে এ বিষয়ে সচেতন থাকার পাশাপাশি প্রতারণার কোনো প্রয়াস দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :