ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

দীর্ঘ ৩৪ দিন পর খুলছে বাকৃবি ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫

দীর্ঘ ৩৪ দিন পর খুলছে বাকৃবি ক্যাম্পাস

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থার অবসান ঘটছে আজ রবিবার (৫ অক্টোবর)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে। এর আগে ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে শুরু করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। এর জের ধরে সেদিন রাতে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরদিন সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

ঘটনার দিনই দুপুরে কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত না আসায় তারা উপস্থিত শিক্ষকদের প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়।

অচলাবস্থা নিরসনে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হয়। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালকরা পরীক্ষার তারিখ ঘোষণা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে, এবং শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ হলে উঠতে পারবে।

দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার খবরকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, “৩৫ দিন পর ক্লাস শুরু হচ্ছে, এতে আমরা সত্যিই আনন্দিত। যদিও আমাদের সেশনজটের আশঙ্কা ছিল, তবে নিয়মিত ক্লাস-পরীক্ষার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব বলে আমরা আশা করছি। তবে ক্যাম্পাসের নিরাপত্তা এখনো উদ্বেগের জায়গা।”

একই অনুষদের শিক্ষার্থী মো. আলিফ রিয়াদ খান বলেন, “এতদিন পর ক্লাস শুরু হওয়ায় অনিশ্চয়তার অবসান ঘটেছে। এখন শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “রবিবার থেকে ক্যাম্পাস খুলছে। অতীতের দিকে না তাকিয়ে আমাদের এখন ইতিবাচকভাবে এগোতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে আরও উন্নত এক বাকৃবি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

আমার ক্যাম্পাস

Link copied!