ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এর আগে রাতের খাবারের সময় ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে সহকর্মীদের সঙ্গে বসে ছিলেন হাসিবুর। হঠাৎ খিঁচুনি ও তীব্র বুক ব্যথা শুরু হলে তাঁকে দ্রুত ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, “আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ হাসিবুর বুকে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হলেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।”

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। মরদেহ গোসল শেষে রাত ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আমার ক্যাম্পাস

Link copied!