ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

অধ্যাপক ছাড়াই চলছে ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

অধ্যাপক ছাড়াই চলছে ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়

ছবিঃ সংগৃহীত

দেশের ৫টি সরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছাড়াই পাঠদান চালাচ্ছে। এছাড়া ৩টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক আছেন মাত্র একজন করে, এবং একটি বিশ্ববিদ্যালয়ে দুইজন অধ্যাপক রয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ছাড়াই চলছে এমন ৫টি সরকারি বিশ্ববিদ্যালয় হলো—

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়


অপরদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক আছেন মাত্র একজন করে। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুইজন অধ্যাপক রয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব হলো গবেষণা ও প্রকাশনা ব্যবস্থাপনা, যা সাধারণত অধ্যাপকরা নেতৃত্ব দিয়ে থাকেন। অধ্যাপকের শূন্যতা বা কম উপস্থিতি উচ্চশিক্ষার মানে ক্ষতি এবং নানা প্রশ্নের সৃষ্টি করছে।

নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় সমস্যার কারণ ব্যাখ্যা করা হচ্ছে। প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকরা অধ্যাপক পদে ওঠার জন্য প্রায় ১৫ বছর অপেক্ষা করতে হয়। পুরানো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা সাধারণত নতুন বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে আগ্রহী হন না।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ জানান, “আমরা শিক্ষকসহ জনবল চেয়ে প্রায় এক বছর আগে আবেদন করেছিলাম। কিন্তু স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ইউজিসি শিক্ষক সরবরাহ করেনি। বর্তমানে দুইজন সহকারী ও একজন সহযোগী অধ্যাপক রয়েছেন, অধ্যাপক নেই।”

বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষক সংখ্যা:

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠিত ২০১৮): ৬৬০ শিক্ষার্থী, শিক্ষক ১০৪ জন (৭৩ প্রভাষক, ৩১ সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নেই)

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠিত ২০২১): ১৮০ শিক্ষার্থী, শিক্ষক ৯ জন (সব প্রভাষক)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠিত ২০১৮): ৯৬৬ শিক্ষার্থী, শিক্ষক ৪৬ জন (১৮ প্রভাষক, ২৮ সহকারী অধ্যাপক)

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠিত ২০১৬): ১,৬৮৩ শিক্ষার্থী, শিক্ষক ৩৩ জন (৮ প্রভাষক, ২৪ সহকারী অধ্যাপক, ১ সহযোগী অধ্যাপক)

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (প্রতিষ্ঠিত ২০১৩): শিক্ষার্থী নেই, শিক্ষক ৮ জন (৭ প্রভাষক, ১ সহকারী অধ্যাপক)


এই প্রতিবেদনের মাধ্যমে দেখা যাচ্ছে, নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক শূন্যতা বা কম উপস্থিতি উচ্চশিক্ষার মান ও গবেষণার ওপর প্রভাব ফেলছে।

আমার ক্যাম্পাস

Link copied!