অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো আদায়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে তারা আমরণ অনশনে বসেছেন।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম প্রশাসনিক ভবনের নিচতলায় অনশনস্থলে শিক্ষার্থীদের পাশে ফ্লোরে মশারি টাঙিয়ে রাত কাটান।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে গণঅনশনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিয় মন্ডল বলেন, “আমরা তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপাচার্যের আশ্বাসে ৬ দিন কর্মসূচি স্থগিত রেখেছিলাম, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই উন্নয়নের স্বার্থে আমরণ গণঅনশনে বসতে বাধ্য হয়েছি।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি বলেন, “৩৬ দিন ধরে অবকাঠামোগত উন্নয়নসহ দাবিগুলো নিয়ে আন্দোলন করছি। কিন্তু মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। জনদুর্ভোগ এড়াতে মহাসড়ক অবরোধ বন্ধ রেখে আমরা আমরণ অনশন চালিয়ে যাব। প্রজ্ঞাপনের মাধ্যমে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশনে থাকব।”
আপনার মতামত লিখুন :