চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) দীর্ঘদিন ধরে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তবুও নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে সংগঠনটির কোনো প্রকাশ্য কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না।
২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের চমেক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাসিবুল হাবিবকে সভাপতি এবং শাফায়েত হোসেন শিশিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তাদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর ২০২৪ সালের ১০ আগস্ট কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। এর আগে ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাসে সভা-সমাবেশ, মিছিল ও স্লোগান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন সেই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন।
নতুন কমিটির সভাপতি হাসিবুল হাবিব বলেন, “চমেকে কাগজে-কলমে রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিভিন্ন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলতে থাকে। আমরা আমাদের নিজস্ব পরিচয়ে রাজনীতি করতে চাই, যা আমাদের গণতান্ত্রিক অধিকার। ৫ আগস্টের পর দেশের ক্যাম্পাসগুলোতে ইতিবাচক রাজনীতি শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় চমেকেও আমরা সক্রিয় হতে চাই। ক্যাম্পাস খোলার পর প্রশাসনের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাব।”
অন্যদিকে অধ্যক্ষ ডা. জসিম উদ্দিন বলেন, “চমেক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম নেই। ছাত্রদলের কমিটি ঘোষণার বিষয়টি আমরা জেনেছি। তবে কার্যক্রম শুরু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :