ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
গন বিশ্ববিদ্যালয়

গকসু নির্বাচনে ভিপি পদে চমক, মাত্র এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি

গবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

গকসু নির্বাচনে ভিপি পদে চমক, মাত্র এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি

ছবিঃ সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন মো. নির্জন নামের এক প্রার্থী। বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে আলোচনায় এসেছে তিনি কে এবং কেন এমন ফল হলো।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায়, ভিপি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্জন একমাত্র মাত্র একটি ভোট পান।

এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৫৭ জন প্রার্থী। পুরো নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৭৬১ জন।

জানা যায়, নির্জন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে গণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্বে আছেন। এর আগে চলতি বছরের ১১ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ঘোষিত এক আংশিক কমিটিতে তাকে সভাপতি করা হয়।

তফসিল অনুযায়ী তিনি ভিপি পদে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনের আগের দিন, অর্থাৎ ২৪ সেপ্টেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনের কাছেও প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।

তবে তার দাবি, নির্বাচন কমিশনের ভুলে তার নাম ও ব্যালট নম্বর ভোটের ব্যালট পেপারে ছাপা হয়। এ কারণে তার নাম থেকেই ভোট পড়েছে। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি জানিয়ে দেন।

এই ঘটনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রার্থিতা প্রত্যাহারের পরেও ব্যালটে নাম থাকা নির্বাচনী ব্যবস্থাপনায় ত্রুটির ইঙ্গিত দেয়। অন্যদিকে, মাত্র একটি ভোট পাওয়া নির্জনের ঘটনাটি নিয়ে এখন ক্যাম্পাসে চলছে নানা আলোচনা।

আমার ক্যাম্পাস

Link copied!