ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামে

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের গুজব: কলেজ ছাত্রীর ওপর পারিবারিক বিরোধে হামলার ভিডিও ভাইরাল

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের গুজব: কলেজ ছাত্রীর ওপর পারিবারিক বিরোধে হামলার ভিডিও ভাইরাল

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে গণধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা এর সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। পুলিশ ও ফ্যাক্ট-চেকারদের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আসলে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক কলেজছাত্রী নওরীন সুলতানার ওপর হামলার দৃশ্য।

শুক্রবার বিকেলে বাংলাদেশ পুলিশ এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবিটি বিভ্রান্তিকর ও গুজব। ভুক্তভোগী তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন, তিনি চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ১৩ সেপ্টেম্বর নওরীন ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলা হয়, যাতে তিনি, তার মা ও ভাই গুরুতর আহত হন। ঘটনাটি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনার সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় সূত্র ও নওরীনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। তিনি অভিযোগ করেন, তার আপন মামা ও কয়েকজন আত্মীয় তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে হামলা চালায়। ঘটনার আগের দিনও তাকে হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অন্ধকারের মধ্যে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এবং পরিবারের অন্য সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এ বিষয়ে যাচাই করে জানায়, ভাইরাল হওয়া ভিডিও ও ছবি আসলে নওরীন সুলতানার ঘটনারই অংশ। চট্টলচিত্র নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমে নওরীনের আহত হওয়ার ছবি প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে বিকৃতভাবে ব্যবহার করে ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের মিথ্যা দাবি ছড়ানো হয়।

চান্দগাঁও থানায় মামলার তদন্ত কর্মকর্তা ইমামুল হাসানও নিশ্চিত করেছেন যে, এটি সম্পূর্ণ পারিবারিক কলহের ঘটনা। গণধর্ষণ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাবি ছাত্রীকে গণধর্ষণের পর ফেলে রাখা হয়েছে’ শিরোনামে প্রচারিত ভিডিও আসলে চট্টগ্রামের একটি পারিবারিক বিরোধের ঘটনায় আহত কলেজছাত্রী নওরীনের ভিডিও। এই প্রচারণা মিথ্যা ও গুজব বলে প্রমাণিত হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!