ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

২০ বার রক্তদান জাবিপ্রবি ছাত্রদল নেতা যীনাতের

কন্ট্রিবিউটিং রিপোর্টার, জাবিপ্রবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

২০ বার রক্তদান জাবিপ্রবি ছাত্রদল নেতা যীনাতের

ছবিঃ আমার ক্যাম্পাস

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল৷ শৈশব থেকে মানবিক উদ্যোগের আগ্রহ তাকে যুক্ত করেছে রক্তদানের মতো মানবিক কার্যক্রমে৷

জানতে চাইলে যীনাত মিয়া আজিজুল বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বর থেকেই এ যাত্রা শুরু৷ এর পর থেকেই নিয়মিত রক্তদান করি৷ এ বছর অবদি ২০ বার দিয়েছি৷ পড়াশোনা ও রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে রক্তদান নিয়মিত করে যাচ্ছি৷ আমি নিজে ছাত্রদলের একজন কর্মী হিসেবে মনে করেছি ছাত্র রাজনীতির পাশাপাশি সেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহন করা আমার দায়িত্ব। সারা দেশে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী রক্তদানের সাথে জড়িত। শুধু মাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গ নয় সকলের উচিত রক্তদানে এগিয়ে আসা।’

জানা গেছে, শুধু নিজের রক্ত দান নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও তিনি এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য রোগীর হাসপাতালে ভর্তি, রক্ত ও শয্যার ব্যবস্থা করেছেন তরুণ এই ছাত্রদল নেতা।

যীনাত মিয়া আজিজুল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থী৷ শৈশব থেকেই সমাজসেবার প্রতি তার আগ্রহ ছিল; আর সেই আগ্রহই তাকে রক্তদানের মতো মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে।

তিনি জাবিপ্রবি কিশোরগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রদল কর্মীদের নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপন সহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন।

যীনাত বলেন, ‘একমাত্র সেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমেই সমাজের মানুষের ভালবাসা ও মহান আল্লাহর সন্তুষ্টি সম্ভব। আপনার শরীরের একটি ব্যাগ রক্ত হয়তো কারো চোখে ফিরে আনতে পারে পৃথিবীর আলো। রক্তদান হোক আপনার অভ্যাস। তবে আমার এ জার্নি এখানেই শেষ নয় আমার ইচ্ছে শতবার পূর্ন করা।’

আমার ক্যাম্পাস

Link copied!