কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং ১৫তম ব্যাচের উদ্যোগে "সেলস স্পার্ক: স্টেপ ইন্টু ইয়োর সেলস ক্যারিয়ার" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটি মার্কেটিং ১৫তম ব্যাচের MKT-422 কোর্স কোডের 'সেলস অ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট' অংশ হিসেবে আয়োজিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাবর বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার বেলাল হাসান এবং রেকিট বেনকিজারের টেরিটরি ম্যানেজার মো. আসিফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান এবং কোর্স শিক্ষিকা, সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন।
বক্তাগণ শিক্ষার্থীদের বাস্তব জীবনের সেলস কার্যক্রমে যুক্ত হওয়ার উপায় এবং পাঠ্যক্রমের সঙ্গে এর বাস্তব সম্পর্ক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ অংশে কেস কম্পিটিশন এবং সিভি ইভোলিউশন রাউন্ডে নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন বলেন, "আমি চাই শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করুক। এজন্যই অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে এই সেমিনার আয়োজিত হয়েছে। শিক্ষার্থীরা এর মাধ্যমে পাঠ্যক্রমের বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং তাদের উদ্ভূত সমস্যার সমাধানের জন্য দিকনির্দেশনা পাবে।"
মার্কেটিং ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান রিয়াদ বলেন, "সেমিনারের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে সেলসে সফল হওয়া যায়, চাকরির সুযোগ তৈরি করা যায় এবং নিজের অর্জনগুলো কীভাবে উপস্থাপন করা যায়। পাশাপাশি ইন্টার্নশিপ এবং চাকরির ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার বিষয় গুলোও বুঝতে পেরেছি।"

আপনার মতামত লিখুন :