পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগমের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মামুন অর রশিদ এবং হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমানসহ অনুষদের শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ওয়ানজিননিনজেন ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চার ক্যাথরিয়েন টেরভিস্সা ভান স্কেলেনটিঙ্গা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করে এবং শিক্ষকরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
স্বাগত বক্তব্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে তোমাদের স্বাগতম। আশা করি, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তোমরা সক্রিয় থাকবে।”
নবীন শিক্ষার্থী সিয়াম বলেন, “এমন সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এজন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, “আগামী দিনে তোমরাই এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নেবে। এজন্য পড়াশোনার পাশাপাশি নিজেদের সময়োপযোগী দক্ষতায় গড়ে তুলতে হবে।”
সবশেষে সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম বলেন, “শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় হল প্রশাসন সবসময় পাশে আছে। আশা করি, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তোমরা সুন্দরভাবে জীবন গড়ে তুলবে।”
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন :