আজ ১৯ সেপ্টেম্বর ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য জাবিয়ান পরীক্ষার্থীদের ভোগান্তি দূর করতে নতুন শিক্ষার্থী সংসদের উদ্যোগে ৫ টি বাসের ব্যবস্থা করা হয়েছে যেটি ৫ টি রুটে চলবে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে পৌঁছে দিতে।
আজ সকাল ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৫ টি বাস বিভিন্ন রুটে ছেড়ে যায়। এছাড়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
পরিবহন অফিসের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে মাননীয় উপাচার্যের অনুমোদনের প্রেক্ষিতে যেসব রুটে বাস চলবে :
রুট -১ : গাবতলী-আসাদগেট- ফার্মগেট -বাংলা মোটর- মগবাজার- মালিবাগ- খিলগাঁও -মতিঝিল
রুট -২ : গাবতলী- আসাদগেট -ইডেন কলেজ -চানখারপুল- হাজারীবাগ
রুট -৩: গাবতলী -মিরপুর ১- মিরপুর ১০- মিরপুর ১৪
রুট -৪: গাবতলী- আসাদগেট- আগারগাঁও -মহাখালী- মালিবাগ- বাড্ডা
রুট -৫ : উত্তরা - এয়ারপোর্ট- খিলক্ষেত
পরীক্ষার্থীরা বলছেন, আমাদের জাহাঙ্গীরনগর থেকে ঢাকা বেশ দূরে বিধায় এটি অনেক সময় ও শ্রমসাধ্য ব্যাপার। আমাদের ভোগান্তি দূর করতে এই বাস সার্ভিস আসলেই অনেক হেল্প করবে।
নব্য দায়িত্বগ্রহন করেই এমন একটি উদ্যোগকে পরীক্ষার্থীরা সহ সাধারন শিক্ষার্থী সবাই সাধুবাদ জানাচ্ছে। ভবিষ্যতে ও এমন শিক্ষার্থীবান্ধব কাজ করবে বলে সবাই আশাবাদী।

আপনার মতামত লিখুন :