রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির যৌথভাবে আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরাও যোগ দেন। এসময় দুই সংগঠনের নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে ও হাতে হাত রেখে মিছিল করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সমাবেশে বলেন, “যে কোটাকে একবার বাতিল করা হয়েছে, সেটিকে ফিরিয়ে আনার যে কোনো উদ্যোগের বিরুদ্ধেই শিক্ষার্থীরা কঠোর অবস্থান নেবে। প্রয়োজনে ভিসির বাসভবন ঘেরাও করা হবে।”
অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বলেন, “রাকসু প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে পোষ্য কোটাকে সামনে আনার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। এই বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির একসঙ্গে আন্দোলন চালিয়ে যাবে।”
শিক্ষার্থীরা জানান, পোষ্য কোটা পুনর্বহাল বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করবে এবং রাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। তাই বিষয়টি নিয়ে কোনো আপস করা হবে না।

আপনার মতামত লিখুন :