রপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য কমন রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল চারটায় কমন রুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী । বিশ্ববিদ্যালয় মেয়েদের নানা ভোগান্তির কথা চিন্তা করে কমনরুমটি তৈরি করা হয়। যেখানে আছে ওয়াশরুম নামাজ এবং বিশ্রাম নেওয়ার ব্যবস্থা।
কমন রুম উদ্বোধন নিয়ে অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্রী জুই দাস বলেন,"আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কমন রুমের প্রয়োজনীয়তা খুব বেশি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধারণ ৯ টা থেকে ৫ টা একাডেমিক কার্যক্রম চালু থাকে। অনেক সময়ই দেখা যায় ক্লাসের ফাকে ১ ঘন্টা /১:৩০ ঘন্টা বিরতি ও থাকে। অনেক মেয়ে শিক্ষার্থী রয়েছে যারা দূর থেকে এসে ক্লাস করে। ক্লাসের ফাকের এই বিরতির সময়টা পার করার জন্য একটা জায়গা দরকার। পাশাপাশি কখনো কোনো শিক্ষার্থী হঠাত করে অসুস্থ হয়ে গেলেও হয় ক্লাসরুম বা সেমিনারে গিয়ে বসতে হয় রিলাক্সেশন জন্য যেটা মূলত পড়াশোনা করার জায়গা। কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবান্ধব এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণ ও তা সফলভাবে বাস্তবায়নের জন্য।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ শওকত আলী বলেন,"আমাদের বিশ্ববিদ্যালয় এতদিন কোন কমন রুম ছিল না , যার ফলে ছাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হতো। বিশ্ববিদ্যালয় অনেক একাডেমি ভবনের ওয়াস রুম মেয়েদের ব্যবহার উপযোগী না এবং তাদের নামাজের জন্য বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট স্থান নেই। আমরা এইসবের কথা চিন্তা করে তাদের জন্য ক্রন্দন তৈরি করেছি। যেন তারা ক্লাসের ফাঁকে বিশ্রামের জন্য অথবা যে কোন প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আমি আশা করি এতে ছাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে। "

আপনার মতামত লিখুন :