ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে শিক্ষক আন্দোলনের কারণে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের ক্লাস ও পরীক্ষা কর্মচারীদের দিয়ে পরিচালিত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনার্সের সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সকাল ১০টায় ঢাকা কলেজ শহিদ মিনার চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. আব্দুর রহমান জানান, সাত কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বর্জনের মাধ্যমে তারা প্রতিবাদ জানাবে। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনে মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা। ‘বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে একতরফা ও অপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধিভুক্তকরণ প্রক্রিয়া বন্ধ করে সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে ইউজিসিতে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে এবং প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিলও করে।

আপনার মতামত লিখুন :