পাবিপ্রবিতে দ্বীনি পরিবারের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহানবী (সা.)-এর জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা ‘সীরাত সেমিনার-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আদ-দাওয়াহ ইলাল্লাহ এর পরিচালক ও মাসিক আল-ইতিছাম এর প্রধান সম্পাদক দেশবরেণ্য ইসলামিক বক্তা ও দাঈ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ সীরাত সেমিনারটি অনুষ্ঠিত হবে। এ দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের মাঝে চরম আগ্রহ ও উদ্দিপনার জন্ম দিয়েছে। যার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবিপ্রবির ক্যানভাসে ইসলাম ও ছাত্র-ছাত্রীদের রঙ তুলিতে মুসলিম উম্মাহর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ গড়ে ওঠে। এ সংগঠনটি ২০২৩ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন সময়ে নানা ধরনের ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে তারা।
এছাড়া এ সংগঠন নিজস্ব উদ্যোগে একটি সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। ভবিষ্যতে ক্যাম্পাসে সুদমুক্ত ঋণ দেওয়ার সুদূরপ্ররাসী পদক্ষেপ হিসাবে ‘কর্যে হাসানাহ’ ফান্ড গঠন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনটির সদস্য আহমাদুল হাসান সাফওয়ান বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে অনুকরণীয় আদর্শ। সীরাত সেমিনারের মূল উদ্দেশ্য হলো এই সেমিনারের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষটির জীবন সম্পর্কে জানবো এবং তার দেখানো পথে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবো। পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের জানুয়ারিতে। এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে থাকি। মাসিক হালাকাহ, সীরাত প্রতিযোগিতা, ইসলামীক লাইব্রেরী, পাঠচক্র, অনলাইন সেমিনার সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। আমাদের লক্ষ্য হলো পাবিপ্রবির ক্যাম্পাসকে দ্বীনের আলোয় আলোকিত করা। আগামীতে আমরা একটা কর্জে হাসানাহ প্রজেক্ট চালু করতে চাই। যেখান থেকে শিক্ষার্থীদেরকে সুদ মুক্ত ঋণ প্রদান করা হবে ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :