ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

নান্দাইলে ১৭১ শিক্ষার্থী বইবঞ্চিত, সামনে বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

নান্দাইলে ১৭১ শিক্ষার্থী বইবঞ্চিত, সামনে বার্ষিক পরীক্ষা

ছবিঃ আমার ক্যাম্পাস

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরাবাদ আলিম মাদ্রাসার ১৭১ শিক্ষার্থী এখনো পাঁচ বিষয়ের বই হাতে পায়নি। মাত্র দুই মাস পর বার্ষিক পরীক্ষা হলেও বই না থাকায় তারা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না।

জানা যায়, মাদ্রাসাটিতে শিক্ষক রয়েছেন ১৭ জন এবং শিক্ষার্থী ১৭১ জন। তবে আলিম শ্রেণির অনেকেই বই না পাওয়ার কারণে নিয়মিত ক্লাসে আসছেন না। শিক্ষার্থীদের অভিযোগ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আকাইদ, ইসলামের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের বই তাদের হাতে পৌঁছায়নি। বিষয়টি একাধিকবার জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, অধ্যক্ষের কক্ষে বিভিন্ন বই ছড়িয়ে–ছিটিয়ে আছে। এমনকি তার টেবিলের নিচেও সারি করে রাখা বই দেখা গেছে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম, সাব্বির নাদিমসহ কয়েকজন জানান, বই না পেয়ে পাশের মাদ্রাসা থেকে ধার করে কিংবা ফটোকপি করে পড়তে হচ্ছে। তাদের প্রশ্ন, পরীক্ষা এত কাছে, এখন কীভাবে প্রস্তুতি নেবে। নবম শ্রেণির হালিমা, হিমা ও খাদিজা বলেন, বই ও নিয়মিত ক্লাস দুটোই না থাকায় মাদ্রাসায় যেতে অনীহা তৈরি হয়েছে।

অধ্যক্ষ মো. আব্দুল আজিজ দাবি করেন, বই সংকটের বিষয়টি তিনি সদ্য জেনেছেন এবং উপজেলা শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, "সাধারণত সব প্রতিষ্ঠানই সময়মতো বই পায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।" এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, "শিক্ষার্থীরা বই না পাওয়াটা অগ্রহণযোগ্য, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
 

আমার ক্যাম্পাস

Link copied!