ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

চার দফা দাবিতে ইডেন কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

ইডেন কলেজ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫

চার দফা দাবিতে ইডেন কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

ছবি: আমার ক্যাম্পাস

নারীদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজে সহশিক্ষা চালুর বিরোধিতা এবং চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে অনার্স-মাস্টার্সসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইডেন কলেজের অবকাঠামো নারী শিক্ষার্থীদের উপযোগী করেই নির্মিত। যদি এখানে সহশিক্ষা চালু হয়, তবে ওয়াশরুম, কমনরুম, লাইব্রেরি, খেলার মাঠ, পরিবহণ ও জিমনেশিয়ামসহ সব সুবিধা ছেলে-মেয়েদের ভাগাভাগি করতে হবে। এতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

তারা আরও অভিযোগ করেন, অনার্স কোর্সে আসনসংখ্যা ব্যাপকভাবে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের নারীশিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রা ব্যাহত হবে।

শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান—তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নিতে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—

১। বাংলাদেশে নারীদের জন্য ইডেন কলেজের সমমানের ধারণক্ষমতা ও সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনোভাবেই ইডেনে সহশিক্ষা চালু করা যাবে না।

২। অনার্সে সিটসংখ্যা অস্বাভাবিক হারে কমানো যাবে না। প্রয়োজনে মান রক্ষার্থে কিছু আসন কমানো যেতে পারে, তবে লক্ষ্য থাকতে হবে যত বেশি সম্ভব নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা।

৩। ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু করা যাবে না। বর্তমানে এখানে সমবয়সী ও সমমনা শিক্ষার্থীরা অধ্যয়ন করছে, ফলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় আছে। ইন্টারমিডিয়েট চালু হলে বয়সগত পার্থক্যের কারণে পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়বে এবং শিক্ষার অনুকূল পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।

৪। ইডেন মহিলা কলেজ দেশের সবচেয়ে বড় নারী শিক্ষাপ্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশে নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে প্রায় সাড়ে আট কোটি নারীর জন্য একটি পর্যন্ত নেই। তাই ইডেন কলেজই বর্তমানে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি সুবিধা। এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত করবে এবং সামগ্রিক উন্নয়ন ব্যাহত করবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা কোনো পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও জানিয়েছেন, দাবি আদায়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আমার ক্যাম্পাস

Link copied!