ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষার্থী-শিক্ষক সংকটের কারণে সব মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা চালু সম্ভব নয়

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

শিক্ষার্থী-শিক্ষক সংকটের কারণে সব মাদ্রাসায় ব্যবসায় শিক্ষা চালু সম্ভব নয়

ছবিঃ সংগৃহীত

দেশে প্রায় ৮ হাজার মাদ্রাসার মধ্যে দাখিল স্তর চালু আছে ৬ হাজার ৪৭৪টিতে এবং আলিম স্তর চালু আছে ১ হাজার ৫২৫টিতে। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে সীমিত পরিসরে দাখিল শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আলিম স্তরে তা এখনই চালুর কোনো পরিকল্পনা নেই।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানাচ্ছেন, শিক্ষার্থী ও শিক্ষক সংকটের কারণে সব প্রতিষ্ঠানে একসঙ্গে বিভাগটি খোলা সম্ভব হচ্ছে না। শুরুতে কিছু মাদ্রাসায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

জানা গেছে, স্কুল-কলেজের মতো সিলেবাস তৈরি করা হলেও এতে ইসলামী অর্থনীতি ও ধর্মীয় বিষয় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। তবে পূর্ণাঙ্গ সিলেবাস ও পাঠ্যপুস্তক এখনো চূড়ান্ত হয়নি।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ জানিয়েছেন, ২০২৬ সাল থেকেই দাখিল শ্রেণিতে ব্যবসা শিক্ষা বিভাগ চালুর নীতিগত সিদ্ধান্ত আছে। তবে শুরুতে কেবল কিছু মাদ্রাসায় অনুমোদন দেওয়া হবে এবং সিলেবাসে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হতে পারে।

আমার ক্যাম্পাস

Link copied!