ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় ছাত্রদল নেতার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে একটি উন্মুক্ত লাইব্রেরি। এই লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক কে. এম. ইলিয়াস, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনাব পিয়াল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
লাইব্রেরি প্রতিষ্ঠার আহ্বায়ক সদস্য আসিফ হোসেন জিদান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসকে মুক্ত বুদ্ধি চর্চার এক অনন্য উদাহরণে পরিণত করা। এখানে ইতিহাস, দর্শন, মহান মুক্তিযুদ্ধ, রাজনীতি, জুলাই অভ্যুত্থান, ইসলামিক সাহিত্য, বাংলা ও ইংরেজি সাহিত্যের বই থাকবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনা ও গবেষণায় আরও অনুপ্রাণিত হবে।”
উদ্যোক্তাদের মতে, এই উন্মুক্ত লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য হবে জ্ঞানচর্চার নতুন দ্বার, যেখানে যে কেউ এসে বই পড়তে ও জ্ঞান আহরণ করতে পারবে।

আপনার মতামত লিখুন :