ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ডুয়েটে ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার অনুষ্ঠিত

ডুয়েট প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫

ডুয়েটে ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার অনুষ্ঠিত

ছবি: আমার ক্যাম্পাস

ডুয়েটে ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে “Intra University Career Acceleration & Youth Leadership Seminar 2025” শীর্ষক এক মেগা সেমিনার। ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব (DUET CRC) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি শনিবার বিকাল ২টা ৩০ মিনিটে শহীদ শাকিল পারভেজ মিলনায়তনে শুরু হয়। শুরুতেই অতিথি বক্তা ডুয়েটের গর্বিত এলামনাই ইঞ্জিনিয়ার মো. হাসান মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেজেন্টেশনের মাধ্যমে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এরপরই আলোচনার জন্য স্টেজে উঠেন ডুয়েটের আরেক উদীয়মান এলামনাই মো. পলাশ সকাল। তিনি শিক্ষার্থীদের মধ্যে নিজের জীবনের বাস্তব চিত্র তুলে ধরে আত্মউন্নয়ন, নেতৃত্বগুণ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আসরের নামাজের বিরতির পরে এক সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ক্যারিয়ার ও নেতৃত্ববিষয়ক প্রশ্নোত্তরে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। এতে ম্যাথমেটিক্স, ইংলিশ, মানসিক দক্ষতা, ডুয়েট ও ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব সম্পর্কে তথ্য উঠে আসে। 

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সংক্ষিপ্ত নামাজ বিরতি শেষে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। যেখানে ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস সহ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। প্রফেসর ড. উৎপল কুমার দাস তাঁর বক্তব্যে বলেন: “ডুয়েট প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি বিভিন্ন ক্লাবের মাধ্যমে সফট স্কিলস ডেভেলপেও কাজ করছে। এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।” পরিশেষে অংশগ্রহণকারীদের মধ্যে স্ন্যাকস ও টিশার্ট বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের পেশাগত জীবনের প্রস্তুতি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানান আয়োজকরা।

আমার ক্যাম্পাস/জোবায়েদ হোসেন

Link copied!