ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

রাকসুর জিএস পদে জয়ী সালাহউদ্দিন আম্মার: কে এই তরুণ নেতা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

রাকসুর জিএস পদে জয়ী সালাহউদ্দিন আম্মার: কে এই তরুণ নেতা

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রভাব থাকা সত্ত্বেও তাঁর এই জয় এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘোষিত ফল অনুযায়ী, সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। প্রায় ৫ হাজার ৮০০ ভোটের ব্যবধানে এই জয়কে রাকসু নির্বাচনের সবচেয়ে অপ্রত্যাশিত ও তাৎপর্যপূর্ণ ফলাফল হিসেবে দেখা হচ্ছে। কারণ, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই বিপুল ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। কিন্তু জিএস পদটি দখল করেছেন আম্মার।

সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বয়সে তরুণ হলেও তিনি ইতিমধ্যেই ক্যাম্পাস রাজনীতিতে পরিচিত মুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই তাঁর নেতৃত্বগুণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। সেই আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সমন্বয়ক, আর সহপাঠীদের কাছে পরিচিত ছিলেন ‘স্লোগান মাস্টার’ নামে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন।

রাজনীতি শুরু হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এর আগে তিনি চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তবে আন্দোলনের অভিজ্ঞতাই তাঁকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। পরবর্তীতে প্রশাসনিক সংস্কার, মানবাধিকার, এবং আন্তর্জাতিক সংহতির বিষয়েও তিনি ছিলেন সরব। জুলাই আন্দোলনের সময় তিনি চাকরি ছেড়ে রাজপথে নামেন এবং তারপর থেকেই বিশ্ববিদ্যালয় রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত আছেন।

‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর সাবেক সমন্বয়ক হিসেবে সালাহউদ্দিন আম্মার পরিচিত হয়েছেন একজন নির্ভীক কণ্ঠস্বর হিসেবে। তোষণ ও লিয়াজু রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কারণে তিনি অনেকের কাছে সোজাসাপ্টা ও দৃঢ়চেতা একজন নেতা হিসেবে বিবেচিত। সহপাঠীদের মতে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক নতুন ধারার রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!