রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি, জিএস ও এজিএস— তিন পদেই জয় পেয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, যার মধ্যে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই প্রাধান্য পেয়েছেন।
ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি। এখানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
ভোট গণনা শেষে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান আজ সকালে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন।
হল সংসদেও শিবিরের বড় জয়
রাকসুর পাশাপাশি হল সংসদের শীর্ষ তিনটি পদেই বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলেই ভিপি, জিএস এবং এজিএস পদে এ জোটের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।
এ ছাড়া নারী শিক্ষার্থীদের হল সংসদেও একই চিত্র দেখা গেছে। বেগম খালেদা জিয়া, জুলাই-৩৬, রহমতুন্নেসা, মন্নুজান, রোকেয়া ও তাপসি রাবেয়া হলে ভিপি ও জিএস— উভয় পদেই জয়ী হয়েছেন ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, নির্বাচনের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :