আগামীকাল ১৫ অক্টোবর (বুধবার) শোক দিবস পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন শিক্ষার্থীসহ ৪০ জন প্রাণ হারান। নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি প্রতি বছর শোক দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে আগামীকাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
ঘটনাটির সূত্রপাত ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে। তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন কক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘শুকতারা’ দেখছিলেন প্রায় চারশ’ শিক্ষার্থী। হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ভবনের ছাদ ধসে পড়লে ৪০ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি।
প্রতি বছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ। সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি সহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রার্থনা সভা এবং বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের প্রতিকৃতি ও তথ্যপ্রমাণ প্রদর্শনী আয়োজন করবে হল প্রশাসন।

আপনার মতামত লিখুন :