ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৮ শিক্ষার্থী বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মার্কেটিং বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটির তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্কের সূত্রে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষের সময় সমাজবিজ্ঞান বিভাগের একটি শ্রেণিকক্ষ ভাঙচুর করা হয় এবং কিছু বিশ্ববিদ্যালয় সম্পদও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক ডেকে বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ (সবাই ব্যাচ ১৬) এবং আশরাফুল (ব্যাচ ১৪)।

পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে অন্য জড়িতদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, ঘটনাটি ছিল তিন বিভাগের মধ্যে সংঘর্ষ, অথচ শুধুমাত্র মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে, যা পক্ষপাতমূলক সিদ্ধান্ত হতে পারে বলে তারা দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “প্রাথমিকভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে এ সংখ্যা আরও বাড়তে পারে।” শুধুমাত্র মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, “জরুরি বৈঠকে তিন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর প্রাথমিক প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আমার ক্যাম্পাস

Link copied!