যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ জেলার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে বারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ হতে আগত নবীন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফুড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বি. এম. খালেদ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, “অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে তোমরা একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবে, পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে। এই সম্পর্ক তোমাদের ক্যাম্পাসজীবনে চলাফেরা, পড়াশোনা এবং পারস্পরিক সহযোগিতায় সহায়তা করবে। যেহেতু আমরা সবাই দূর অঞ্চল থেকে এখানে এসেছি, তাই মিলেমিশে একসঙ্গে থাকা আমাদের সবার জন্য কল্যাণকর। সুতরাং, তোমাদের উচিত এই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র ও পরামর্শ নির্দেশনা অধিদপ্তরের পরিচালক রাফিউল হাসান, ফুড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশরাফুল আলম, কেমিস্ট্রি বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। এছাড়া ময়মনসিংহ জেলা থেকে আগত বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :