ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

দ্রুত অধ্যাদেশ চেয়ে আজ শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের লং মার্চ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫

দ্রুত অধ্যাদেশ চেয়ে আজ শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের লং মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ সোমবার শিক্ষা ভবন অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছেন। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আব্দুল গণি রোড ও কলেজ রোড সংলগ্ন এলাকা থেকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো বিলম্ব চাই না। বিশ্ববিদ্যালয় যে কাঠামোরই হোক না কেন, অংশীজনদের মতামত নিয়ে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।”

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর খসড়া নিয়ে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ করলেও বাস্তবায়নে অযথা দেরি করা হচ্ছে। ফলে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার ঘোষণা দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকবে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

তবে প্রস্তাবিত কাঠামো ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। শিক্ষকরা চান, কলেজগুলোকে স্বতন্ত্র রেখে বিশ্ববিদ্যালয় কাঠামো তৈরি হোক। অন্যদিকে, শিক্ষার্থীরা দাবি করছেন পূর্ণাঙ্গ একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। শিক্ষার্থীদের একটি অংশ আবার শিক্ষকদের অবস্থানের পক্ষেও আন্দোলনে নেমেছেন। ফলে তিন পক্ষের ভিন্ন অবস্থানকে কেন্দ্র করে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে।

আমার ক্যাম্পাস

Link copied!