রাজধানীর নিলক্ষেত এলাকায় আবারও মুখোমুখি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে শাহনেওয়াজ ছাত্রাবাস এলাকার সামনে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দোকান বসানোর চেষ্টা করলে ঢাবি শিক্ষার্থীরা তা বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এ সময় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়, যদিও শিক্ষার্থীরা অভিযোগ করেন যে তারা বেশ দেরিতে আসেন। একই অভিযোগ ওঠে ডাকসুর কয়েকজন নেতার বিরুদ্ধেও। পরে ডাকসু সহসভাপতি (ভিপি) সাদেক কায়েম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঢাবির শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিলক্ষেত ও নিউমার্কেট সংলগ্ন এলাকায় বারবার এমন হামলার ঘটনা ঘটছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তারা জানান, নিউমার্কেট এক নম্বর গেটের পরের অংশে অবস্থিত দুটি মেয়েদের হল, একটি ইনস্টিটিউট ও একটি ছাত্রাবাসকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছে।
এক শিক্ষার্থী বলেন, “প্রায়ই আমাদের ওপর আক্রমণ হয়, প্রশাসন শুধু আশ্বাস দেয় কিন্তু বাস্তব কোনো ব্যবস্থা নেয় না।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আপনার মতামত লিখুন :