ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত মডেল স্কুলিং পদ্ধতির বিরোধিতা করে রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন করেছেন।
বিক্ষোভটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সাইন্সল্যাব মোড় অবরোধ পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় দশ মিনিট যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন।
এক শিক্ষার্থী বলেন, “ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে প্রস্তাবনা এসেছে, তা আমাদের কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান জানিয়েছি। এই খসড়া অধ্যাদেশ বাতিল করতে হবে।”
উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিম বলেন, “আমরা অন্য সাত কলেজের অনার্স শিক্ষার্থীদের বিরুদ্ধে নই। তবে যেভাবে মডেল বাস্তবায়ন হবে, তা আমাদের জন্য ক্ষতিকর। দ্রুত সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আমাদের উচ্চমাধ্যমিকের অস্তিত্ব রক্ষায় লড়ছি।”
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যাদেশের খসড়া তৈরি করার আগে নীতিনির্ধারকদের সঙ্গে পর্যাপ্ত আলোচনার সুযোগ নেয়া হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :