ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর: ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫

শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর: ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবিঃ সংগৃহীত (বক্তব্য রাখছেন ডাকসু ভিপি সাদিক কায়েম)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন,

“জীবিত আবরার ফাহাদের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক বেশি শক্তিশালী।
তিনি আমাদের দেখিয়েছেন, কীভাবে আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়,
কীভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিঘর।”

মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে
‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে শহীদ আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও
“স্মরণে মননে শহীদ আবরার ফাহাদ” চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান,
যিনি বলেন, “আবরার রাজনৈতিক দলের কেউ ছিলেন না, তবু দেশপ্রেমে উজ্জীবিত ছিলেন।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান অটল ছিল, সেই কারণেই তাকে হত্যা করা হয়।
কিন্তু তার রক্ত বৃথা যায়নি — তিনি জাতিকে জাগিয়ে তুলেছেন।”

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন,

“ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ফেসবুকে পোস্ট দিয়েছিল আবরার।
তৎকালীন ক্ষমতাসীন ছাত্রসংগঠন সেটি সহ্য করতে না পেরে তাকে হত্যা করে।
আজ যারা সেই সংগঠনকে নিষিদ্ধ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই।”

আবরারের ভাই আবরার ফাইয়াজ বলেন,

“আমরা আবরারকে সত্যিকারের সার্বভৌমত্বের প্রতীক বানাতে পারবো,
যখন নিজেদের ভেদাভেদ ভুলে একত্র হবো।”

অনুষ্ঠানে ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন,

“বাংলাদেশে কোটি কোটি আবরার দরকার—
সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লক্ষ কোটি আবরারের চেতনা প্রয়োজন।”

ডাকসুর উদ্যোগে আয়োজিত এই সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন
শহীদ আবরারের পিতা মো. বরকত উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আবরারের ভাই আবরার ফাইয়াজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. আব্দুর রব প্রমুখ।

আমার ক্যাম্পাস

Link copied!