দেশের বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) বহির্ভূত পদে নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, এসব পদে নিয়োগ বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নের জন্য প্রার্থীদের নির্ধারিত কাগজপত্র ও তথ্য সঠিকভাবে সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন অনলাইনে বা হার্ডকপি—দুইভাবেই করা যাবে।
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুযায়ী, এমপিওভুক্ত মাদ্রাসায় গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নিয়োগ বোর্ডের মাধ্যমে এসব পদে নিয়োগ দেয়। বোর্ডে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নের জন্য নির্দিষ্ট কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
আবেদনপত্র মাদ্রাসার নিজস্ব প্যাডে স্মারক, তারিখ, সচল মোবাইল নম্বর, বিকল্প নম্বর ও ই-মেইলসহ লিখতে হবে। এছাড়া পদ শূন্য ঘোষণার রেজুলেশন, নিয়োগ বোর্ড গঠনের কপি, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি, পদত্যাগ বা মৃত্যু সনদ, ব্যাংকের অনুত্তোলন সনদ, স্বীকৃতির কপি, শিক্ষার্থীর তালিকা, এমপিও শিট, বেতন বিল ইত্যাদি সংযুক্ত করতে হবে।
এছাড়াও ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা, কর্মরত শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকা, আবেদনকারীদের তালিকা ও প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।
প্রতিনিধি মনোনয়নের আবেদন অনলাইনে mygov.bd পোর্টালে বা হার্ডকপিতে জমা দেওয়া যাবে। তবে একসঙ্গে উভয় মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই।
অধিদপ্তর সতর্ক করেছে, আবেদন প্রক্রিয়ায় জাল কাগজপত্র বা তথ্য গোপন প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ সম্পন্নের তিন মাসের মধ্যে এমইএমআইএস সার্ভারে অনলাইনে এমপিওভুক্তির আবেদন পাঠাতে হবে।
আপনার মতামত লিখুন :