২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাননি, তাদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করে এসব শিক্ষার্থী এখন সরাসরি ৯ম শ্রেণিতে (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন করতে পারবে।
রবিবার (৫ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের আওতাধীন স্বীকৃত দাখিল, আলিম, ফাজিল এবং কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর অধ্যক্ষ ও সুপারদের এই নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যে সব শিক্ষার্থী ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর বয়সের মধ্যে রয়েছে, তারা সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা কিছুটা শিথিল করা হয়েছে — তারা ১৪ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে।
রেজিস্ট্রেশনের সময় আবেদনের সঙ্গে শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি, টট লিস্ট ও নির্ধারিত বোর্ড ফি সংযুক্ত করতে হবে।
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার (বিলম্বসহ) বর্ধিত সময়সীমা ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য বোর্ড নির্ধারিত দুটি ফোন নম্বরে যোগাযোগের নির্দেশ দিয়েছে— ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৮২৪-৬০৬৬৫৪।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত মাদ্রাসাগুলোর অধ্যক্ষ ও সুপারদের এ সংক্রান্ত অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তের ফলে যারা বিভিন্ন কারণে আগের শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারা আর পড়াশোনায় পিছিয়ে থাকবে না— নতুন এই নির্দেশনা তাদের জন্য পুনরায় শিক্ষাজীবনে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।
আপনার মতামত লিখুন :