ফিলিস্তিনের প্রতিরোধ যুদ্ধ 'অপারেশন আল-আকসা ফ্লাড'–এর দুই বছর পূর্তি উপলক্ষে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে কবিতা পাঠের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে এই আয়োজন।
ডাকসুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের লাগাতার বিমান হামলা, অবরোধ ও স্থল অভিযানে ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং লাখের বেশি মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে বহু শিশু প্রাণ হারিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দুই বছর ধরে গাজার মানুষ নির্যাতন, হত্যা ও ধ্বংসযজ্ঞের মুখে জীবনযাপন করছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এসব হামলায় ব্যবহার করা হয়েছে মারকৎস্রী, নিষিদ্ধ বোমা ও কেমিক্যাল; তবু বিশ্ব সম্প্রদায় বহুদিন নিরব থেকেছে। প্রতিদিনের শহীদদের সংখ্যা সংবাদপত্রে কেবল পরিসংখ্যান হয়ে দেখা যায়, অথচ প্রতিটি সংখ্যা একটি মানুষের জীবন ও গল্প।
এই প্রেক্ষাপটে ডাকসু আয়োজিত কবিতা পাঠে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ, ফাদওয়া তুকান ও মোসাব আবু তোহার কবিতা পাঠ করা হবে। পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মের কবিরা তাদের কবিতার মাধ্যমে প্রতিবাদ ও সংহতির কণ্ঠস্বর উচ্চারণ করবেন। আয়োজনের ঘোষণা থেকে আয়োজকরা জানিয়েছেন, কবিতা পাঠের মাধ্যমে তারা গাজার শিশু, নারী ও সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে স্মরণ করবে এবং তাদের সাহসী সংগ্রামের প্রতি একাত্মতা প্রকাশ করবে।
আহ্বান জানানো হয়েছে— "আসুন, সোমবার সন্ধ্যায় চারুকলার বকুলতলায় একত্র হই; কবিতা পাঠ করি, প্রতিবাদে সরব হই, গাজার মানুষের পাশে দাঁড়াই।"
আপনার মতামত লিখুন :