ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

২৪ ঘণ্টায় তিন ছাত্রদল নেতার মৃত্যু, শোকের ছায়া

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫

২৪ ঘণ্টায় তিন ছাত্রদল নেতার মৃত্যু, শোকের ছায়া

ছবিঃ সংগৃহীত

মাত্র এক দিনের ব্যবধানে জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতার মৃত্যুর খবরে সংগঠনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

নিহতরা হলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মিজান খান এবং বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জবি ছাত্রদলের নেতা হাসিব। দ্রুত নিকটস্থ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

পরদিন শনিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান মিজান খান। একইদিন দুপুরে বগুড়ার ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্থানীয় ছাত্রদল নেতা মেহেদী হাসান। কয়েক দিন আগে ফুটবল খেলতে গিয়ে বুকে আঘাত পেয়েছিলেন তিনি।

তিন তরুণ নেতার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছে। সংগঠন জানিয়েছে, মিজান খান ছিলেন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ এক কর্মী, যিনি ছাত্র রাজনীতিকে মানুষের কল্যাণের হাতিয়ার হিসেবে দেখতেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “মেহেদী ফুটবল খেলতে গিয়ে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

জবি ছাত্রদল নেতা হাসিবের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে। পরে মরদেহ ভোলায় নেওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদল নেতারা তিনজনের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!