ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আহসান হাবিব কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫

সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আহসান হাবিব কারাগারে

ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম আহসান হাবিবকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন এবং রবিবার শুনানির তারিখ নির্ধারণের অনুরোধ জানান। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন আবেদনের শুনানির তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের কাছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপে রাষ্ট্রবিরোধী প্রচারণার আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনার পরদিন (১৩ সেপ্টেম্বর) গুলশান থানার উপপরিদর্শক মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আহসান হাবিবকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়।

আমার ক্যাম্পাস

Link copied!