ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রতীক বাছাই করতে এনসিপিকে নির্বাচন কমিশনের চিঠি

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

প্রতীক বাছাই করতে এনসিপিকে নির্বাচন কমিশনের চিঠি

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ অক্টোবরের মধ্যে ৫০টি বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা থেকে একটি নির্বাচন করে লিখিতভাবে জানাতে দলটিকে বলা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে জানানো হয়, এনসিপির আবেদনের প্রাথমিক যাচাই–বাছাই ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে। আবেদনে দলটি ‘শাপলা, কলম ও মোবাইল’ প্রতীক প্রস্তাব করলেও বিধিমালায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত না থাকায় সেটি গ্রহণযোগ্য নয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নিবন্ধনের পরবর্তী ধাপ এগিয়ে নিতে হলে বরাদ্দকৃত তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে।

কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর তালিকায় রয়েছে—আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার ও মোবাইল ফোন।

আমার ক্যাম্পাস

Link copied!