ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে ফের আগুন, এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে ফের আগুন, এলাকায় উত্তেজনা

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিত্যক্ত বাড়িতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে একদল বিক্ষুব্ধ লোক এ ঘটনা ঘটায়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন গণঅভ্যুত্থানের সময় একই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তখন থেকে পাঁচতলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কয়েকজন যুবক ওই ভবনের নিচতলায় ঢুকে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ‘স্বৈরশাসক ও তাদের সহযোগীদের সম্পদ ধ্বংস করা হবে, কাউকে ফিরে আসতে দেওয়া হবে না’—এমন স্লোগান দেয়। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “বাড়িটি এর আগেও অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ আবারও আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।” তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আমার ক্যাম্পাস

Link copied!