ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

ছবিঃ আমার ক্যাম্পাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার দুপুরের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর আগেই তামিম ইকবাল নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। ফলে বিসিবির পরিচালক পদের দৌড় থেকে এই তারকা ক্রিকেটার সরে দাঁড়ালেন।

তামিম ইকবাল গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে দেশের ক্রিকেটে ভিন্ন ভূমিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল তাঁর। নির্বাচনে অংশ নেওয়ায় বিসিবির পর্ষদে তাঁর উপস্থিতি নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনাও শুরু হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন আয়োজন করা হচ্ছে। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর আজ ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এখন বাকি প্রার্থীদের নিয়েই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।

আমার ক্যাম্পাস

Link copied!