ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নতুন করে আরও দুটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। প্রাথমিক শর্ত পূরণ করায় ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ এবং ‘বাংলাদেশ জাতীয় লীগ’ কে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচনী আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আখতার আহমেদ বলেন, “১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মাঠপর্যায়ে ২২টি দলের কার্যক্রম ও তথ্য যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে দুটিকে আপাতত যোগ্য মনে হয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ।”

তিনি আরও জানান, এই দুই দলকে প্রাথমিকভাবে চিঠি দিয়ে তাদের প্রতীক সংক্রান্ত বিষয়ে অবহিত করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া আরও ১২টি দলের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে, আর ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!