ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
পটুয়াখালীর রাঙাবালিতে

কলেজছাত্রী ও বাবাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫

কলেজছাত্রী ও বাবাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কলেজছাত্রী (২৩) ও তার বৃদ্ধ বাবাকে (৭০) প্রকাশ্যে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এবং শিক্ষার্থীর একটি চোখ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনা ঘটে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের স্লুইজ বাজার এলাকায়। অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন মাতব্বর (২৩) ওই শিক্ষার্থীকে অশোভন ইঙ্গিত দেন। প্রতিবাদ করলে তিনি লোহার রড দিয়ে শিক্ষার্থীর মাথায় আঘাত করেন। এসময় মেয়েটিকে রক্ষা করতে গেলে তার বাবাকেও বেধড়ক মারধর করা হয়। পরে সায়মুনের সঙ্গে যোগ দেন তার চাচাতো ভাই ও চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম মিঠুন। হামলার একপর্যায়ে তারা শিক্ষার্থীর ওড়না এবং বৃদ্ধ বাবার লুঙ্গি টেনে খুলে ফেলেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

শিক্ষার্থীর দাবি, প্রায় আধা ঘণ্টা ধরে নির্যাতন চলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তিনি এখনো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন না। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও সায়মুন তার সঙ্গে জবরদস্তিমূলক আচরণ করেছিলেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তুষার আহমেদ জানান, শিক্ষার্থীর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশি অনুমতি ছাড়া বিস্তারিত জানানো সম্ভব নয়। এদিকে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সি বলেন, একজন তরুণীর গায়ে হাত দেওয়া গুরুতর অপরাধ। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

ঘটনার পর সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অভিযুক্ত দুই নেতা—চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলাম মিঠুন এবং ছাত্রদল নেতা সায়মুন ইসলামকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগের ভিত্তিতে তারিকুল ইসলাম মিঠুকে দলীয় পদ থেকে এবং মো. সায়মুন ইসলামকে প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা তারিকুল ইসলাম মিঠুন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই মেয়ে তার চাচিকে গালাগাল করেছিল। তাই তিনি চুপ থাকতে পারেননি। বরং ওই মেয়ে ও তার বাবা তার চাচাতো ভাই সায়মুনকে আঘাত করেছে এবং বর্তমানে সায়মুন হাসপাতালে ভর্তি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার ক্যাম্পাস

Link copied!