ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
রাজশাহীতে

ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নিলেন বিএনপি নেতা, সাংবাদিককে হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫

ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নিলেন বিএনপি নেতা, সাংবাদিককে হুমকি

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিমের বিরুদ্ধে এক কিটনাশক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ব্যবসায়ী মো. রবিউল হাসান জানান, আদালতের নির্দেশে পূর্বের একটি মামলা আপস হওয়ার পরও রেজাউল করিম শত্রুতার জেরে তার কাছে টাকা দাবি করেন। দাবি পূরণ না করলে একাধিকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। রবিউলের দাবি, হুমকির মুখে ইতোমধ্যেই এক লাখ টাকা ব্যাংকের মাধ্যমে এবং দুই লাখ টাকা নগদে দিতে বাধ্য হয়েছেন তিনি। এর প্রমাণ হিসেবে তার কাছে অডিও রেকর্ডও রয়েছে।

রবিউল বলেন, রূপালী ব্যাংকের বাউসা শাখায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি চেকের মাধ্যমে টাকা তোলা হয়, যা নগদায়ন করেন স্থানীয় ইউপি সদস্য আখের মেম্বার। এছাড়া, অভিযুক্ত রেজাউল করিম প্রকাশ্যে তাকে হুমকি দিয়ে বলেছেন, প্রায় দুই লাখ টাকা খরচ করে আগ্নেয়াস্ত্র কিনেছেন শুধু তার জন্য। এতে রবিউল আশঙ্কা করছেন, তার জীবনের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না এবং গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তার দাবি, অভিযুক্তের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, দখল, ভাঙচুরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্পষ্টভাবে বলেন, ‘চাঁদা নিয়েছি, প্রয়োজনে আপনার কাছ থেকেও নেবো।’

অভিযোগ প্রসঙ্গে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জানান, বিষয়টি আগে তার জানা ছিল না। তবে অভিযোগকারীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের বিষয়েও তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়দের অভিযোগ, রেজাউল করিমের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!