ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদ

গভীর রাতে ডিবির হাতে আটক ভাঙ্গা আন্দোলনের প্রধান সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫

গভীর রাতে ডিবির হাতে আটক ভাঙ্গা আন্দোলনের প্রধান সমন্বয়ক

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর — সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে তিন দিনের টানা অবরোধ কর্মসূচির ডাক দেওয়ার পর গভীর রাতে আটক হয়েছেন ভাঙ্গা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া। শনিবার রাত ২টার দিকে নগরকান্দা উপজেলার চান্দ্রা ইউনিয়নে বোনের বাড়ি থেকে তাকে আটক করে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে তাদের থানা পুলিশ আটক করেনি। বর্তমানে তিনি জেলা ডিবির হেফাজতে রয়েছেন। তবে কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত দুপুরে জানানো হবে।

আন্দোলনকারীদের সমন্বয়ক তৌহিদুর রহমান বুলবুল ও পলাশ মিয়া বলেন, শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলন করে সিদ্দিক মিয়া নতুন কর্মসূচি ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পরই রাতের আঁধারে তাকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। তারা অভিযোগ করেন, কোনো কারণ না জানিয়ে প্রধান সমন্বয়ককে আটক করা আন্দোলনকে আরও উত্তপ্ত করতে পারে।

আলগী ইউনিয়নের অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “সিদ্দিক মিয়া অখণ্ড ভাঙ্গা রক্ষার দাবিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাকে গ্রেপ্তার করা অন্যায়ের শামিল।”

অন্যদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে, যা চলবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে সম্প্রতি আলগী ও হামিরদী ইউনিয়নকে সরিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নতুন সীমানা ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে ভাঙ্গার স্থানীয়রা। ইউনিয়ন দুটি ফেরানোর দাবিতে লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছেন তারা।
 

আমার ক্যাম্পাস

Link copied!