ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত চলছে, সংহতির পথে থাকতে হবে: মির্জা ফখরুল

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫

গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত চলছে, সংহতির পথে থাকতে হবে: মির্জা ফখরুল

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং জাতীয় ঐক্য বজায় রাখার মাধ্যমেই এসব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ ও রাজনৈতিক ব্যবস্থায় যে পরিবর্তন এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তা ছিল বাংলাদেশের অগ্রগতির একটি ঐতিহাসিক মোড়। ৭ নভেম্বর সেই পরিবর্তনের প্রতীক, যা গণতন্ত্র ও জাতীয় সংহতির চেতনা বহন করে।

তিনি আরও বলেন, “গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই এই দিবসের প্রকৃত মূল্যায়ন হবে।”

আমার ক্যাম্পাস

Link copied!